করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবি মানুষদের মুখে হাসি ফুটালো নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ’র হাতে ৪০০ বস্তা খাবার তুলে দিয়েছেন প্ল্যান্টের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় ১০০ বস্তা খাবার বিতরন করা হয় প্ল্যান্টের পাশের ১২ দাগ গ্রামে। ঘরে বসে চাউল, ডাউল, তেল, লবন, আলু, হহুল পাউডার সহ খাবার পেয়ে দারুন খুশি কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষ গুলো।
ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, দেশব্যাপী করোনা ভাইরাস মহামারিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, গরীব ও অসহায় মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। মানুষদের কষ্ট লাগবে নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড’র সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ভেড়ামারার ৫০০ অভাবী মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানিয়েছেন, কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশনের ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এটি একটি ভালো দিক। এ প্রতিষ্ঠানের মত অন্য প্রতিষ্ঠান এবং হৃদয়বান ব্যাক্তিরা এগিয়ে এলে দেশে খাদ্য সংকট থাকবে না। আমরা করোনা ভাইরাস সহ যে কোন সংকট মোকাবিলা করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্র’র তত্বাবধায়ক প্রকৌশলী রবিউল আওয়াল, ব্রজেন্দ্র কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ অনান্য কর্মকর্তারা।