কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা ভাইরাস সনাক্তের পর ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে এবং ২টি বড় ডায়াগনষ্টিক সেন্টার লকডাউনের পর পাল্টে গেছে ভেড়ামারার স্বাস্থ্য সেবা। বন্ধের পথে ভেড়ামারার ছোট বড় ডায়াগনষ্টিক সেন্টার। চিকিৎসক পাড়ার সর্বত্রে যখন আতঙ্ক বিরাজমান, তখন ঘরে থাকা অসুস্থ মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম এগিয়ে নিয়েছে স্থানীয় মাহমুদা ক্লিনিক। চিকিৎসা সেবার পাশাপাশি গর্ভবর্তী মায়েদের দেওয়া হয়েছে তসবিহ এবং শিশুদের চকলেট ও বিস্কুট।
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায়, অসুস্থ মানুষের জন্য গতমাসে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু করে ক্লিনিকটি। প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই শতাধিক রোগীকে ভ্রাম্যমান এই ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। শুক্রবার শুধুমাত্র অসুস্থ গর্ভবতী নারী ও মা এবং শিশুদের চিকিৎসা দেয়া হয়। ভ্রাম্যমান ক্লিনিকে চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ শারমিন মোস্তারী, শিশু বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম ও ডাঃ শহীদুল ইসলাম।
ভেড়ামারা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ব্যতিক্রমধর্মী মাহমুদা ক্লিনিকের স্বত্তাধিকারী শাহেদ আহমেদ গামা জানান, এক চিকিৎসকের করোনা সনাক্ত এবং ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে যাওয়া ও ২টি ডায়াগনষ্টিক সেন্টার লকডাউন হওয়ায় চিকিৎসক পাড়ায় চরম আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় গর্ভবতী নারী, মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনার কারণে ঘরে থাকা অসুস্থ মানুেরষ সীমাহিন দূর্ভোগ দূর করতেই আমরা তাদের বাড়ীতে গিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি। যাদের চিকিৎসা জরুরী, তারা ফোন করলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত তাঁদের বাড়ী গিয়ে চিকিৎসা দিচ্ছি। নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে আমরা এ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি।