রংপুর নগরীর পশুরাম থানাধিন চিলের ঝাড় মহল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহুরুল ইসলাম (৪৫) নামে সেটেলম্যান্ট অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এক নারী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশুরাম থানার ওসি আবদুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় চিলেরঝাড় মহল্লার মোজাম্মেলের সাথে নিহত জহুরুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে এ নিয়ে দুপক্ষকে নিয়ে শালিষ বসে। বৈঠক চলা কালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোঁড়া দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পশুরাম থানার ওসি আবদুল গনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।