করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধি করতে ও লকডাউনে পুলিশের পাশাপাশি সহযোগিতা করছে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার প্রায় ২শতাধিক স্বেচ্ছাসেবক বাহিনী। স্বেচ্ছাসেবক বাহিনী সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান সড়কে ও হাট-বাজারে অবস্থান করে সকলকে সচেতনতা করছে। যানবাহন চলাচলে সাবধানতা,মুখে মাস্ক পড়ানোর ব্যবস্থা,গ্রামের খোজঁখবর নিয়ে প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করণসহ নানা কাজে সহযোগিতা করে আসছে। এ ছাড়া স্বেচ্ছা সেবক দলের তৎপরতায় এলাকায় মাদক পাচার অনেকটাই কমে গেছে। কারণ পুলিশ সার্বক্ষনিক টহলে না থাকলেও স্বেচ্ছা সেবক সদা প্রস্তুত। যানবাহনে কে কোথায় যাচ্ছে,কে কোন এলাকার মানুষ তাদের পরিচয় নিচ্ছে। অপরিচিত লোক দেখলেই তাদের থামিয়ে পরিচয় নেওয়া। সন্দেহ ভাজন হলে পুলিশকে ইনফোর্ম করছে। গত বুধবার রাতে চর রাজিবপুর বটতলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক ও তার স্বেচ্ছাসেবক বাহিনী ২ মোটরসাইকেল আরহীর আচার আচরণ দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ তল্লাসী চাািলয়ে মোটর সাইকেলের হেট কভারের নিচ থেকে ৩৭০ পিচ ইয়াবা খুজেঁ পায়। তাদের বাড়ি শেরপুর জেলায়। তা ছাড়া গ্রামের ও শহরের হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখতে স্বেচ্ছাসেবক বাহিনী করোনা পরিস্থিতিতে বিশেষ ভুমিকা পালন করছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে বিনাশ্রমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক কে পিপিই দিলেও অনেকেই সাধারণ পোষাক পড়ে সেবার দায়িত্ব পালন করছে। এ ব্যাপারে জাউনিয়ার চর মোস্তান মোড়স্থ স্বেচ্ছাসেবক বাহিনীর দলপতি ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন বলেন,তাদের প্রতি সরকার তথা স্থানীয় প্রশাসনের নেক নজর দেওয়া প্রয়োজন।