ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মহীন অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোকর্ণ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে গোকর্ণ সিহাব আইডিয়াল কিন্ডার গার্টেন মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ ও ২ নং ওর্য়াড়ের কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাল,ডাল,তেল, পেয়াঁজ ও আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম,সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল মিয়া,ব্যবসায়ী সৈয়দ মেজবাহ উদ্দিন বাহার,মোঃ আরিজ মিয়া,ওয়াসিম মিয়া,আবদুল হামিদ,অসিউদ্দিন,সৈয়দ জামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সৈয়দ মোঃ বাপ্পি বলেন,গোকর্ণ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে আমরা সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।