বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা শহর হতে টিকরিয়া হয়ে সিন্দুরখাঁন বাজার পর্যন্ত যৌথ টহল ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, নিষিদ্ধ যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘুরাঘুরি করার জন্য ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
যৌথ টহল ও মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম।