ঝিনাইদহের কালীগঞ্জে ব্যক্তি উদ্যোগে মাইটিভির ঝিনাইদহ প্রতিনিধি মিঠু মালিথার পক্ষ থেকে পত্রিকার অসচ্ছল হকারদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
বুধবার বিকেলে শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল সড়কের মাইটিভির প্রতিনিধি মিঠু মালিথার কার্যালয়ে খাদ্য সামগ্রীী বিতরণ করা হয়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি থেকে অস্বচ্ছল হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভির শিপলু জামান, সাংবাদিক মোমিনুর রহমান মন্টু, বাবুল আকতার, সবুজদেশ নিউজের সহকারী বার্তা প্রধান মিশন হোসেন প্রমুখ।
এসময় ১২টি অস্বচ্ছল পত্রিকার হকারদের মাঝে ৫ কেজি করে আটা, ১ কেজি আলু, ডাল আধা কেজি, ঝাল আধা কেজি, পিয়াজ ১ কেজি, ৩ প্রকারের সবজি। এছাড়াও তাদের সুরক্ষার জন্য মাস্ক ও মাথার টুপি প্রদান করা হয়।