দেবহাটায় ইজিবাইক চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সহায়তা সামগ্রী তুলে দেয়া হয়েছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে উপজেলার ইজিবাইক চালকদের মধ্যে এই ত্রান সহায়তা প্রদান করা হয়। এ সময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় করোনা ভাইরাসের কারণে কেউ ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে অকারনে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।