পাবনার চাটমোহর উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্বিসহ দিন কাটাচ্ছে। থমকে গেছে তাদের জীবনযাত্রা। করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে উপজেলার প্রায় ১০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাদের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অনেকেই ঘরভাড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। চাটমোহর পৌর এলাকায় প্রায় এক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। এছাড়া উপজেলার হান্ডিয়াল,বাঘলবাড়ি,সমাজ,নিমাইচড়া,মির্জাপুর,চিনাভাতকুর,বরদানগর,ছাইকোলা,কাটেঙ্গা,ধানকুনিয়া,রামনগর,ধুলাউড়ি,চরপাড়া,নটাবাড়িয়া,হরিপুর,চড়ইকোল,কাটাখালী,কামালপুর,বামনগ্রাম,পাচুরিয়া,মুলগ্রাম,রেলবাজার,আটলংকা,ফৈলজানা,শরৎগঞ্জ,কুয়াবাসী,হিরিন্দা,লক্ষ্মীপুর,পাশর্^ডাঙ্গা,বনগ্রাম,মহেলা,গুনাইগাছাসহ বিভিন্ন বাজারে ১০ হাজারের বেশী ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। এরমধ্যে চায়ের দোকানী,মুদী দোকানী,সেলুন,সাইকেল মেকার,মোবাইল সার্ভিসিং,টেলিভিশন মেরামতকারী,গার্মেন্টস দোকান,ইলেকট্রিক সামগ্রীর দোকান,ছোট ছোট খাবারের দোকান উল্লেখযোগ্য। বর্তমান পরিস্থিতিতে বেশীরভাগ দোকান বন্ধ থাকছে সার্বক্ষনিক। স্থবির হয়ে পড়েছে এসকল ব্যবসায়ীর জীবনযাত্রা। চাটমোহর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রায় ২শ’ ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু তা অপ্রতুল। গোটা উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন অসহায় হয়ে পড়েছে। মূলধন হারাচ্ছে ঘরে বসে থেকে।
চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ মুতালিব এ পরিস্থিতিতে অন্ততঃ এক মাসের দোকান ভাড়া মওকুফের আহবান জানিয়েছেন ঘর মালিকদের প্রতি। একই সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের খাবার সরবরাহের দাবি জানিয়েছেন।