ঝিনাইদহে সরকার নির্ধারিত ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্ধি করার মেশিন কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ উপজেলাসহ ৬ উপজেলায় ১৯টি হার্ভেস্টিং মেশিন দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এই মেশিন বিতরণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলামসহ কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু বিশ্বাস জানান, এই মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘণ্টায় এক একর জমির বোরো ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। ফলে অতি সহজেই কৃষকরা ধান ঘরে তুলতে পারবেন।