নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও ওই ইউপির সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারি পরিচালক মোঃ মাহফুজ ইকবাল বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যশোর দুদক কার্যালয় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, করোনাভাইরাসের প্রার্দুভাবে উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কর্মহীন হয়েপড়ে ৫০জন হতদরিদ্রের মধ্যে ২২জনের চাল বন্টন করা হয়। অবশিষ্ট ২৮ জন তালিকাভূক্ত হতদরিদ্রদের চাল না দিয়ে ১২ এপ্রিল চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও ইউপি সচিব মোঃ মহিদুল ইসলাম ওই ২৮ জনসহ ৫০ জনের নামের ভূয়া মাষ্টাররোল সংশ্লিষ্ট দফতরে দাখিল করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিমুদ্দিনের (চলতি দায়িত্ব) কাছে ওই চাল বিতরণে অনিয়মের মৌখিক অভিযোগ আসে। মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা সরেজমিন তদন্তের পর ২৮জন হতদরিদ্রের বরাদ্দকৃত ২৮০ কেজি চাল ওই ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মোঃ মহিদুল ইসলাম আত্মসাত করেছেন বলে প্রমাণিত হয়। ফলে ২১ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিন ইউএনওর মাধ্যমে উপজেলার নড়াগাতি থানায় অভিযোগ দায়ের করেন। নড়াগাতি থানার ওসি জিডি করে অভিযোগটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরে প্রেরণ করেন। এরপর দুদকের সহকারি পরিচালক মোঃ মাহফুজ ইকবাল বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
এ বিষয় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উপ-পরিচালক মোঃ নাজমুস সাদাত বলেন, ‘আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামীদের গ্রেফতারের জন্য নড়াগাতি থানা পুলিশও তৎপর আছে’।