কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চিকিৎসক রাকিব আল ইমরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং বাড়িসহ পুরো এলাকা লক ডাউন করা হয়েছে। এ ছাড়াও লকডাউন করা হয়েছে ভেড়ামারার সবচেয়ে বড় ২টি ডায়াগনষ্টিক সেন্টার। এ ঘটনায় ভেড়ামারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্মরত ১২ জন চিকিৎসক, ২২ জন নার্সসহ প্রায় ৬৫ জন স্টাফের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঠান্ডা জ্বর আর গলা ব্যাথার উপসর্গ দেখা দিলে তিনি ৩ দিন আগে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠান। শরীরে তেমন বেশি উপসর্গ দেখা না দেওয়ায় মেডিকেল অফিসার ডাঃ রাকিব আল ইমরান প্রতিদিনের মত আজ বৃহস্পতিবার সকালেও হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে তাঁর করোনাভাইরাস সনাক্তের সংবাদ আসে। এরপরই তাকে তার বাড়িতে আইসোলশনে পাঠানো হয়। বাড়িটি লকডাউন সহ পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়।
ডাঃ রাকিব আল ইমরান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও তিনি ভেড়ামারা শহরের সবচেয়ে বড় ডায়াগনষ্টিক সেন্টার সনো এবং পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে সনোলজিষ্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এঘটনার পর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ সনো এবং পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লকডাউন করে দেন। তিনি একাই ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেট এলাকার ডাঃ নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। স্ত্রী, সন্তান থাকেন ঢাকায়।
এদিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওই চিকিৎসকের করোনাভাইরাস সনাক্ত হওয়ায় হাসপাতালে কর্মরত ১২ জন চিকিৎসক, ২২ জন নার্সসহ প্রায় ৬৫ জন স্টাফের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানিয়েছেন, ডাঃ ইমরানের করোনা সনাক্ত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন চিকিৎসকসহ স্টাফদের আইসোলেশনে পাঠানো হতে পারে। চিকিৎসককে তাঁর বাড়িতেই আইসোলেশনে পাঠানো হয়েছে এবং উক্ত বাড়ি সহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক, স্টাফ এবং যে রুগীদের তিনি সনো করে চিকিৎসা দিয়েছেন তাদের তালিকা অনুযায়ী শনাক্ত করে তাদেরও আইসোলেনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।