লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির জামালপুর গ্রামে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে বৃদ্ধ পিতার থেকে পুত্র ৪ হাজার টাকা ঘুষ গ্রহন করেছে। খবর পেয়ে ইউএনও মুনসীর জাহান বুধবার সন্ধ্যায় পিতা-পুত্রকে মুখোমুখি করে পুত্রের থেকে টাকা উদ্ধার করে পিতার হাতে তুলে দেন।
সুত্রে জানায়,উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নোয়াবাড়ির হতদরিদ্র মজিবুল হকের প্রতারক পুত্র খোরশেদ আলম কার পিতাকে বযস্ক ভাতার কার্ড করে দিবে বলে ৩ মাস পুর্বে ৪ হাজার টাকা নেয়। দীর্ঘ সময়ে কার্ড না পেয়ে বুধবার দুপুরে আরেক প্রতারক নান্নু পাটোয়ারীর মাধ্যমে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়াকে জড়িয়ে ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইউএনও পিতা-পুত্র ও চেয়ারম্যানকে ডেকে এনে জবানবন্ধি নেয়। এ সময় বৃদ্ধ পিতা মজিবুল হক বলেন,আমি নান্নু পাটোয়ারীর শিখিয়ে দেওয়া কথা আপনাকে ( ইউএনও) বলেছি,টাকাগুলো আমার পুত্র খোরশেদ আলম নিয়েছে। এসময় পুত্র খোরশেদ আলম টাকা নেওয়ার কথা স্বীকার করে ইউএনও‘র হাতে টাকাগুলো দিয়ে বৃদ্ধ পিতার পা ধরে ক্ষমা চায়। ইউএনও মুনতাসির জাহান বলেন,মেম্বারের কাছে ভাতার কার্ড চেয়ে পুত্র তার পিতার কাছ থেকে টাকা নিয়ে নিজেই সেই টাকা খেয়েছে। পিতা-পুত্রের জবানবন্ধিতে বিষয়টা নিশ্চিত হওয়ার পরে আমি পুত্রের কাছ থেকে টাকা আদায় করে পিতার হাতে তুলে দিয়েছি। চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ মিথ্যে প্রমানিত হয়েছে।