পাবনার সুজানগরে প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সাড়ে ৩‘শজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে লকডাউন করা হয়েছে প্রায় ৫০টি পরিবারকে। ওই সকল পরিবার ও ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরদারিতে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে সুজানগরে এসেছেন এমন সাড়ে ৩‘শজন ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর একই কারণে উপজেলার দুর্গাপুর এবং উলাটসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এর আগে ৩৮জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪দিন শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ব্যবহার করতে এবং জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।