মাগুরায় ঢাকা ফেরত দুই গার্মেন্ট শ্রমিক করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১২১ জনের নমুনা টেষ্টের ফলাফলে ৯৯ জনের মধ্যে ৯৭ জনের নেগেটিভ এবং ২ জনের পজেটিভ এসেছে।
মাগুরা সিভিল সার্জন প্রদিপ কুমার সাহা জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল বুধবার মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগেডাঙ্গা গ্রামের গার্মেন্টস শ্রমিক করোনা পজেটিভ হয়েছে। সে গত ১৭ এপ্রিল ঢাকার আশুলিয়া থেকে বাড়িতে আসে।
আজ বৃহস্পতিবর প্রথম আক্রান্তের সাখে ঢাকা থেকে আশা মাগুরা শ্রীপুর উপজেলার জোতশ্রীপুর গ্রামের আরেক গার্মেন্টস শ্রমিকের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত দুজনই নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টানে চিকিৎসাধিন থাকবে। দুজনের বাড়ীসহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোসনা করা হয়েছে।