জামালপুরে এই প্রথমবার করোনা আক্রান্ত রোগি আইসোলেশনে থাকার পর ৪জন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেলেন। তাদের মধ্যে জাহানারা, আশরাফ, সোহেল,ও আমিনুল । এই ৪জনকে গত ২২এপ্রিল দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার পর তাদের নিগেটিভ পাওয়ার পর জেলা স্বাস্থ্যবিভাগ তাদেরকে ছাড়পত্র দেওয়ায় পর তারা নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারি সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান।
অপরদিকে জামালপুর জেলায় নভেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা সর্বমোট ৩২জন। তারমধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা যায়। এছাড়া ঢাকার নারায়নগঞ্জ থেকে আগত দুলাল নামে একজন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আসোলেশনে রাখার পর তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশনের প্রেরণ করলে সেখানে সে চিকিৎসারধীন অবস্থায় গত ২০এপ্রিল রাতে মারা যায়। তার মধ্যে ৪জন সুস্থ্য হয়ে বাড়ি ফেরায় বর্তমানে ২৫জন আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।