কিশোরগঞ্জের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের সরকারী শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গনে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ,নেজারত ডেপুটি কালেক্টরেট ও সহকারী কমিশনার মীর মোঃ আল কামাহ তমাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান, সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, কটিয়াদী সমাজ সেবা অফিসার মুহাম্মদ মাইনুর রহমান মনির, সরকারী শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক তাসফিয়া তানজীম ¯িœগ্ধা প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান বলেন, সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৬০ জন হত দরিদ্রকে জনপ্রতি ৭ কেজি চাল,১লিটার তেল,২ কেজি আলু,১ কেজি ডাল,১কেজি লবন ও সাবান দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রাপ্ত নগদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।