রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার বিরুদ্ধে কতিপয় কুচক্রি মহল ‘মাকার’ চালাচ্ছেন। এখানে বাংলা ভাষার বাচনভঙ্গিতে ‘মাকার’ শব্দটি ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন গণমাধ্যমে ‘মাকার’ চালানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা রুখে দেওয়ার জন্য প্রস্তুত তানোরের গণমানুষ। আজ ২২ এপ্রিল বুধবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ার করেন তারা।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী মতাদর্শের প্রতিপক্ষের লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও একটি অনলাইন গণমাধ্যমে চেয়ারম্যান ময়নাকে জড়িয়ে ‘১০ টাকা কেজি দরের ওএমএস (খোলা বাজারে বিক্রির জন্য নির্ধারিত) চাল বিতরণে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাধাঁ’ এমন কাল্পনিক সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া ষড়যন্ত্রের অপপ্রচার ও অপকৌশল মাত্র।
প্রকৃত ঘটনা হচ্ছে, তানোর উপজেলার দুটি পৌর কর্তৃপক্ষ ওএমএস চালের যে তালিকা প্রণয়ন করে উপজেলা ত্রাণ বাস্তবায়ন ও তদারকি কমিটিতে পাঠানো হলে দেখা যায় তালিকাটি অধিকাংশই প্রকৃত অসহায় লোকের পরিবর্তে দর্লীয় নেতাকর্মী ও তার নিজস্ব লোকদের অন্তভুক্ত করা হয়েছে। যার কারণে ক্রটিপূর্ণ ওই তালিকা সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে আবারও প্রকৃত অতিদরিদ্রদের নাম অর্ন্তভুক্ত করে অনুমোদনের জন্য পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি এরপর থেকেই সাংসদ ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অপপ্রচার ও অপকৌশল শুরু করেছেন এক শ্রেণীর স্বার্থলোভী জনবিছিন্ন নেতা-কর্মীরা।
বিবৃতিতে নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও গণমানুষের জননন্দিত নেতা ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার পার্শ্বে জনগণ আজীবন আছেন এবং থাকবেন।
কোন সুবিধাবাদী ও বিরোধিতাকারীরা ষড়যন্ত্র বা অপপ্রচার ও অপকৌশল করে সফল হবে না। যতই ষড়যন্ত্র হোক না কেন সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে জনগণ সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেবে বলে বিবৃতিতে বলা হয়।