কুমিল্লার নাঙ্গলকোটের অলিপুর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন মধ্যবিত্ত ও দুস্থ প্রবাসীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে। অলিপুর বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস কামালের ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার রাতে রায়কোট উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রায় ২০০ পরিবারের মাঝে মাছ, মাংস’সহ ২৩ প্রকারের খদ্য সামগ্রী ঘরেঘরে পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো মাছ, মাংস, আলু, টমেটো, মসারী ডাল, তৈল, পেয়াজ, রসুন, আদা, লবন, সেমাই, চিনি, লুডুস, ট্যাংগ, ছোলা, খেসারী, মুড়ি, চিড়া, খেজুর’সহ ২৩ রকমের খাবার।
বিতরণ কালে অলিপুর বঙ্গবন্ধু পরিষদ সভাপতি গিয়াস কামাল সমাজের বিত্তবানদেরকে কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।