সময়োপযোগি সুন্দর এক স্লোগান নিয়ে করোনা ভাইরাসের বার্তায় হতবিহবল কর্মহীন অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছে সরাইলের একদল সাবেক ছাত্র। এরা কারা? এরা হচ্ছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৯ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা। “করোনা দুর্যোগে কর্মহীন মানুষদের ত্রাণ নয়, উপহার প্রদান।” এ স্লোগানটি বদলে দিয়েছে অসহায়দের মনের ভাবনা। কেন? কারণ ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা ত্রাণ দিচ্ছেন না। তারা দিচ্ছেন উপহার। সত্যই আকর্ষণীয় একটি শব্দের আবির্ভাব ঘটিয়েছেন তারা। গতকাল বুধবার তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সময়ে কর্মহীন ৫০ জন নারী পুরূষের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রি। মহতি এ কাজের আয়োজকদের উৎসাহিত করতে সেখানে হাজির হয়েছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শফিকুর রহমান, আ’লীগ নেতা মো. কায়কোবাদ ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। আয়োজকদের একজন সাংবাদিক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেছেন ৯৯ এর ব্যাচের ছাত্র মাজহারূল হক রাব্বি ও মো. রাকিব মিয়া।