সরাইলে দুইশত কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার সদর ইউনিয়নের দুইশত নারী পুরূষের প্রত্যেককে ১০ কেজি করে চাল আর ১৬৩ জনকে চালের সাথে প্রত্যেককে নগদ ৩’শত টাকা প্রদান করা হয়েছে। সরকারি ত্রাণ নিয়ে গুজব ও উস্কানি দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে ইনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরোদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়েছে। করোনার প্রাদূর্ভাবের সূচনা থেকেই এখানে নিয়মিত ভাবে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখানে একই ব্যক্তি একাধিকবার ঘুরে ফিরে খাদ্য সামগ্রি গ্রহনের ঘটনা ও ঘটছে। এ ছাড়াও মাঝে মধ্যে অযথা কর্মহীন লোকজনকে গুজবে ফেলে বারবার উসকে দিচ্ছে একটি মহল। কৌশলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা চলছে গত ২-৩ দিন ধরে। গত মঙ্গলবার গুজব ছড়িয়ে লোকজনকে জড়ো করার বিষয়ে ইনু মিয়া নামক এক ব্যক্তির নামে সরাইল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এসব বিষয় জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও সরজমিনে জানা যায়, করোনার শুরূতেই সরাইল উপজেলায় মোট ৭৩ মেট্রিকটন চাল ও নগদ দেড় লাখ টাকা সরকারি বরাদ্ধ আসে। উপজেলা প্রশাসন ১০ টন চাল ও ১ লাখ টাকার তেল পেয়াজ আলু সহ অন্যান্য সামগ্রি কর্মহীনদের হাতে পর্যায়ক্রমে তুলে দেন। ৬৩ মেট্রিক টন চাল থেকে প্রত্যেক ইউনিয়ন ৭ টন করে চাল বরাদ্ধ পায়। কর্মহীন লোকজন উপজেলা প্রশাসনের পাশাপাশি ও ইউনিয়ন পরিষদ থেকেও সহায়তা পেয়েছে এবং পাচ্ছে। শিশু খাদ্য বাবদ সরকারি বরাদ্ধ এসেছে ৩৬ হাজার টাকা। প্রত্যেক ইউনিয়ন পেয়েছে ৪ হাজার টাকা। ৪ হাজার টাকায় দুধসহ অন্যান্য খাবার প্যাকেট প্রত্যেক ইউনিয়নে বিতরণ করা হচ্ছে। আরেক দফা নগদ টাকা বরাদ্ধ ছিল ১ লাখ ৮০ হাজার টাকা। প্রত্যেক ইউনিয়ন দুই দফায় ২০ হাজার করে নগদ টাকা পেয়েছে। তারা সেখানকার কর্মহীন অসহায়দের তালিকা করে বিতরণও করে ফেলেছেন। এরপরও গত ২-৩ দিন ধরে শুধু সরাইল সদরে কিছু মহিলা পুরূষকে ত্রাণের জন্য বারবার উসকে দিচ্ছে কিছু লোকজন। তারা একাধিকবার ত্রাণ গ্রহন করার পরও শেখানো বলি আওরিয়ে যাচ্ছেন। একটি ব্যাগ হাতে নিয়ে এসেই বলছেন-আমি তো পায়নি। গত মঙ্গলবার সকালে কথিত শ্রমিক লীগ নেতা ইনু মিয়া শতাধিক মহিলা পুরূষ নিয়ে হাজির হন উপজেলা চত্বরে। দাবী তুলেন ত্রাণ না পাওয়ার। বলেন, ত্রাণ আত্মসাৎ হচ্ছে। কে এবং কিভাবে আত্মসাৎ হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে বলেন সেটা জানি না। অনেকে ত্রাণ পাচ্ছে না সেটাই আত্মসাৎ। তার সাথে হুমায়ুন মিয়া (৫০), বিলকিছ বেগম (৩৮) ও আছিয়া বেগম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে (৬৫) বলেন, আমাদেরকে ইনু বলেছেন চল উপজেলায় নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল পাবে। তাই আমরা এসেছি। এর বেশী কিছু জানি না। কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায় ইনু মিয়া। এ ঘটনার সঠিক ব্যাখ্যা ও কোন প্রমাণ না দিতে পারায় ইনু মিয়ার বিরূদ্ধে গত মঙ্গলবার সরাইল থানায় সাধারণ ডায়েরী করেছেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর ওমর আলী। গতকাল সকালে ৫০ জন কর্মহীন নারী পুরূষকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। কিছুক্ষণ পরই বিভিন্ন বয়সের কয়েকজন পুরূষ যুবক মিলে কিছু মহিলা,রিক্সা ও সিএনজি চালককে সড়ক থেকে টেনে এনে ইউনিয়ন পরিষদের সামনে দাঁড় করিয়ে দেয়। উপস্থিত একাধিক জনপ্রতিনিধি জানান, যারা এসে ত্রাণের জন্য দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকেই আগে ২/৩ বার করে ত্রাণ নিয়েছেন। এতে কিছুটা ক্ষুদ্ধ হয়ে ওঠে লোকজন। পরে তাদেরকে জেলা পরিষদের ডাক বাংলায় প্রবেশ করিয়ে ১৬৩ জনের প্রত্যেককে আবারও ৩ শত করে টাকা প্রদান করে উপজেলা প্রশাসন। ওদিকে গতকাল বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে মীর ওমর আলী বাদি হয়ে ইনু মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরূদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। বিকেল সাড়ে ৩ টার দিকে ইনু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন সরাইল থানার এস আই জাকির হোসেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ ইনু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাঁধা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তার বিরূদ্ধে মামলা হয়েছে। তার সাথে অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, গুজব রটিয়ে ইনু মিয়া সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে বিঘেœর সৃষ্টি করেছে। লোকজনকে অযথা উস্কানি দিচ্ছে। এখানে রাজনৈতিক বিভাজনের কারণে ত্রাণ বিতরণের বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি শ্রেণি বারবার ইন্ধন দিচ্ছেন বলে ধারণা করছি। সরকারি যে ত্রাণ বা সহায়তা এসেছে আমরা সকলকে নিয়ে যথাযথ ভাবে স্বচ্ছতার সাথে কর্মহীন মানুষদের মধ্যে বিতরণ করে যাচ্ছি। আজকের পর থেকে সরকারি ত্রাণ আপাতত আমাদের হাতে নেই। পক্রিয়া হচ্ছে আবার আসলে আমরা সবার কাছে পৌঁছে দিব। সরকার কাউকে কষ্ট দিচ্ছেন না। আর কষ্ট দিবেনও না।