হাসপাতালে অক্সিজেন সিলেন্ডারসহ বিভিন্ন মালামাল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে উত্তরণ এসব মালামাল হস্তান্তর করে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তান্ডবে মানুষ ও প্রশাসন খুবই সমস্যায় রয়েছে। রোগিদের সামাল দিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে সাতক্ষীরার অন্যতম বৃহত্তর এনজিও উত্তরণ এগিয়ে এসেছে। স্টার্ট ফান্ডের অর্থায়নে উত্তরণ আশাশুনি হাসপাতালে ২টি অক্সিজেন সিলেন্ডার, ২টি স্লোমিটার, ২টি লেবুলাইজার ও ২০০ মাক্স প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উত্তরণ প্রতিনিধি মনির জমাদ্দারের নিকট থেকে এসব সামগ্রী গ্রহন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উত্তরণ ইতোমধ্যে দেবহাটা, তালা, কলারোয়া ও শ্যামনগর হাসপাতালে অনুরুপ সরঞ্জামাদি প্রদান করেছে। এ ছাড়া জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সিভিল সার্জনকে ও পুলিশ সাপরকে পুলিশ লাইন হাসপাতালের জন্য ৩টি করে অক্সিজেন সিলেন্ডার ও মালামাল তুলে দিয়েছেন।