বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি বুধবার (২২ এপ্রিল ) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার থেকে ৩৭৭পিচ ভারতীয় ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। বিজিবি রৌমারী সুত্রে জানান,বিওপি’র হাবিলদার মোঃ ইসমাইল হোসেন নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মাদারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৩৭৭ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-১,১৪,১০০/- টাকা। আটককৃত আসামীর নাম মোঃ অনিক মিয়া (২১), পিতা-মোঃ আবদুল মান্নান, গ্রাম-বেলটিয়া কোজগড় জামালপুর। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নের এসএম আজাদ এসইউপি।