পাবনার চাটমোহর পৌরসভার শতাধিক পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিশেষ খাদ্য সহায়তা। ‘উপহার যাবে বাড়ি বাড়ি’ নামের প্রধানমন্ত্রীর ভাদ্য সহায়তা বিতরণের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। এরই অংশ হিসেবে মঙ্গলবার চাটমোহর পৌরসভার মানবেতর জীবন যাপন করা খেটে খাওয়া দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। এ সময় ট্যাগ কর্মকর্তা খলিলুর রহমানসহ জেলা প্রশাসকের প্রতিনিধি,সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পৌরসভা এলাকায় ১০১টি পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।