পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে এক দিনমজুর হতদরিদ্রের সম্বল ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় ওই দিনমজুরের একটি রান্নাঘরও ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের মহেলা কারিগরপাড়ায় এনামুল হকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে,এনামুল তার রান্নাঘরে ৩টি ছাগল রেখে মশার কয়েল জ্বালিয়ে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে জেগে দেখেন রান্নাঘরে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভালেও ঘরের মধ্যে থাকা ৩টি ছাগল পুড়ে মারা যায়।