হাঁসের বিষ্ঠাকে কেন্দ্র করে দুই ভাই মধ্যে ঝগড়া-হাতাহাতি ও ঘর-দুয়ার ভাংচুর করা হয়েছে। করোনা ষ্টে-হোম আইন ভঙ্গ করে দুই ভাইয়ের ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ভাড়াটে মাস্তান দিয়ে বাড়িতে তান্ডব চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছে ৫ জন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামে মঙ্গলবার রাত ৮ টার দিকে।
জানাগেছে, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান বাড়ির দক্ষিণ পাশে ডাউরী বাড়িতে আনু ও রফিক ডায়রী দুই ভাইয়ের পরিবার মধ্যে হাঁসের বিষ্ঠা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য রফিক ডাউরী পার্শ¦বর্তী জৌতা এলাকা থেকে ১০/১২ জনের একদল মাস্তান দা ছুড়ি নিয়ে আনু ডাউরী পরিবারে হামলা করতে চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী ডাক চিৎকার করে রফিক ডাউরীকে ঘরে আটক করে ফেলে। দু-পক্ষের উত্তেজানা দেখা দিলে গ্রাম পুলিশ থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্থান এসে ছত্রভঙ্গ করে ফেলে। এ সময় আনু (৪৭) রফিক (৩০) তার স্ত্রী কন্যাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
পুলিশ ঘটনা স্থানেই ভাড়াটে মাস্তানদের পরিচয় নিয়ে স্থানীয় প্রভাবশালী নেতাদের জিম্মায় ছেড়ে দেয়। ইউপি সদস্য আফিদা বেগম, মতলেব মুনসী নেতৃত্বে উভয় পক্ষকে স্থানীয় ভাবে দফারফা শর্তে মুছলেখা রেখে স্থান ত্যাগ করেন। স্থানীয় ইউপি সদস্য আফিদা বেগম ঘটনার সত্যা স্বীকার করেছে।