পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে ১৩ এপ্রিল সোমবার করোনার উপসর্গ জ্বর ও শাসকষ্ট নিয়ে মৃত ব্যক্তির পরিবারের চার সদস্যের নমুনার ফলাফল নেগেটিভ আসছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ওই যুবক মৃত্যুর চারদিন আগে ঢাকা থেকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি গ্রামের বাড়িতে আসেন। স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। একপর্যায়ে সোমবার ১৩ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে রাত ১২টার দিকে তিনি মারা যান। ওই ব্যক্তির মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করলে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা লকডাউন করে। এবং মৃত ব্যক্তির চার স্বজনদের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির চার স্বজনদের নমুনা পরীক্ষা ফলাফল নেগেটিভ আসছে। মৃত ব্যক্তি করোনা রোগে আক্রান্ত ছিল না। তিনি এ বিষয়ে সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।