রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের ধামীন কামনগর গ্রামের সুখেন সরকার (৩০) হত্যাকান্ড মামলার আরেক আসামী পল্লব (৩২)কে গ্রেপ্তার করেছে বাগমারা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে পল্লব সুখেন হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরির্দশক (এসআই) মনিরুল ইসলাম এই প্রতিবেদককে জানিয়েছেন। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত পল্লবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন।
জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামীন কামনগর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী তহমিনা বেগম একই গ্রামের সুখেন সরকারের বাড়িতে ঝিয়ের কাজ করে। দীর্ঘদিন বাড়িতে কাজ করার সুবাদে সুখেন সরকারের সাথে তহমিনার শারীরিক সর্ম্পক গড়ে উঠে। দীর্ঘদিন থেকে সুখেন সরকার তহমিনার সাথে দৈহিক সর্ম্পকের মাধ্যমে মেলামিশা করতে থাকে। সুখেনের বন্ধু পল্লব তাদের বাড়িতে যাওয়া আসা করে। সুখেন ও তহমিনার সর্ম্পকের বিষয়টি পল্লব বুঝতে পারে। সুযোগ বুঝে পল্লক কুমার তহমিনার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। পল্লবের সাথে তহমিনার প্রেমের সর্ম্পকের বিষয়টি সুখেন সরকার জানতে পারে। ঘটনাটি জানার পর পরই সুখেন সরকার পল্লবকে ধার দেয়া ৫০ হাজার টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি করে। পল্লব কুমার ধারের টাকা দিতে না পারায় প্রেমিকা তহমিনার সাথে সুখেনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক পল্লব কুমার তহমিনাকে ৫ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে সুখেন সরকারকে বাড়ির পার্শ্বে আম বাগানে ডেকে আনতে বলে। পল্লবের কথা মত তহমিনা বেগম গত ১৮ এপ্রিল শনিবার রাতের কোন এক সময়ে সুখেনকে আম বাগানে ডেকে আনে। আম বাগানে আসার পর পল্লব ও সুখেনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পল্লব ও তহমিনা মিলে সুকেনের গলাই লাইনের রসি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। রোববার সকালে প্রতিবেশীরা সুখেনের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই ঘটনায় নিহত সুখেনের ছোট ভাই সুদেব সরকার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রেমিক তহমিনাকে জিজ্ঞাবাদের জন্য বাগমারা থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করে তহমিনা। তহমিনার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত পল্লবকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাবাদে পল্লব হত্যার ঘটনাটি স্বীকার করে। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত পল্লবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, সুখেন হত্যার সাথে জড়িত থাকার অপর আসামী পল্লবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পল্লবকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।