করিমগঞ্জ-তাড়াইল ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে প্রায় সহস্রাধিক পরিবারকে খাবার সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি দানবীর আলহাজ্ব মো.এরশাদ উদ্দিন।
মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নিজ এলাকার মানুষের মধ্য এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। পরে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের খোলা স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন এলাকার হত দরিদ্র মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও দিনভর বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এসব খাদ্য সামগ্রী নিজের হাতে পৌঁছে দিচ্ছেন।
আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন জানিয়েছেন, কেবল তার নিজ এলাকা করিমগঞ্জ কিংবা তাড়াইলের নয়, কিশোরগঞ্জ শহর থেকেও অনেকে ফোন করে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। এলাকার বিভাজনে না গিয়ে তিনি তাদের কাছেও প্রয়োজনীয় সহায়তাটুকু পৌঁছে দিচ্ছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, আলু ও সবজি।
তিনি বলেন, করোনা ভাইরাস একটি সারা বিশ্বের মহামারী ভাইরাস সংক্রমণ রোগ। এই ভাইরাস থেকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধাপে কাজ করে যাচ্ছি। প্রথম ধাপ ছিল সচেতনতা বৃদ্ধি করা, পরবর্তী ধাপ চাল ডাল বিতরন। আজ প্রায় সহস্যাধিক পরিবারের জন্য খাদ্যসামগ্রি দেওয়া হেেয়ছে। আসলে এই দুঃসময়ে সবারই নিজ নিজ অবস্থান থেকে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি এই মানবিক দায়বদ্ধতা থেকেই এই কাজটি করে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্ত যারা এখন একটু সাময়িক বেকায়দায় পড়েছেন, তাদের সেই বেকায়দাও একদিন কেটে যাবে। তাই এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য মনে করেছি।
তিনি আরও জানান, শুরু হতে যাওয়া রমজানে মানুষ যেন কষ্টে না থাকেন, এজন্যে তিনি নিজ উপজেলা করিমগঞ্জের অসহায় ও অভাবি মানুষদের একটি তালিকা করেছেন। তালিকা অনুযায়ী মঙ্গলবার থেকে তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, শিল্পপতি আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন দীর্ঘ বছর যাবত এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। আগাম বন্যায় কৃষকের ফসলহানিসহ যেকোন দুর্যোগ ও মানবিক সংকটে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে পরম বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিেেচ্ছন এই দানবীর।