গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে কৃষক যখন মাঠ থেকে ধান কাটতে হিমসিম খাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও গাজীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা ও সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের নেতৃত্ব একটি সাহায্যকারী টিম মাঠে কৃষকদের ধানি জমি থেকে ধান কাটতে পাশে দাঁড়িয়েছে।
‘দেশে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের ঝুঁকি আছে জেনেও স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
সোমবার কালীগঞ্জ উপজেলার চান্দাইয়া গ্রামে দিনভর উপজেলা ছাত্রলীগের সাহায্যকারী টিমটি মাঠে গিয়ে কৃষক রাধে শ্যাম দাসের জমির ধান কাটতে সাহায্য করেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা বলেন, দেশের এ ক্রান্তিকালে কৃষকেরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে ফসল ফলিয়েছে সেই ধান, কৃষি শ্রমিকের অভাবে তারা মাঠ থেকে কেটে ঘরে তুলতে পারছেনা। তাই গাজীপুর- ৫ কালীগঞ্জের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও গাজীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে উপজেলা ছাত্রলীগ কালীগঞ্জের কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যাহারা আজ উপজেলার চান্দাইয়া গ্রামের কৃষক রাধে শ্যাম দাসের জমির ধান কেটে বাড়িতে নিয়ে ধান মাড়াই করে দিয়ে এসেছেন।
অন্য দিকে সাধারন সম্পাদক জানান, গতকাল থেকেই উপজেলার কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জাঙ্গালিয়া ইউনিয়নসহ উপজেলা ব্যাপী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা ধান কাটা শুরু করছে। কৃষকদের মাঠ থেকে ধান কাটার সাহায্যকারী টিমের মধ্যে ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, ছাত্রনেতা অভি, পিযূষ, কাজী রায়হান, সিয়াম, হৃদয়, সাজ্জাদ, সৌরভ, প্লাবন সহ আরও ২০/২৫ জন নেতাকর্মী। উপজেলা ছাএলীগ আরো বলেন, কৃষকদের মাঠের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত প্রতিনিয়ত তাদের এ সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, সারা দেশের ন্যায় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের ঝুঁকি আছে জেনেও একটি সাহায্যকারী টিম গঠন করে মাঠে কৃষকদের ধানি জমি থেকে ধান কেটে দিচ্ছে শুনে আমি আনন্দিত হয়েছি। আমি উপজেলা প্রশাসনে পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।