মহামারী আত্মঘাতী করোনা ভাইরাস এ দুর্যোগ শুধু মাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে। বর্তমানে বাংলাদেশের কৃষকদের চ্যালেন্স হলো বোরো জমির ধান কেটে ঘরে তোলা। শুধু এক এলাকায় নয় দেশের বিভিন্ন এলাকার ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আমাদের বেলাই বিল রয়েছে। এখানে প্রচুর ধান ফলে। তা কিভাবে উত্তোলন করা যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ময়মনসিংহ, জামালপুর, রংপুরসহ দেশের অন্যান্য এলাকার যারা প্রচুর পরিমান ফসল কাটতে পারে তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। প্রধান মন্ত্রীর নির্দেশে কি ভাবে কৃষকের ধান দ্রুত ঘরে তোলা যায় সে লক্ষে আমি এলাকার ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগকে উদ্বুদ্ধ করেছি। আর সে লক্ষেই তারা সম্মিলিত ভাবে মাঠে নেমেছে, চেষ্টা করছে (কৃষকদের) সহযোগীতা করার জন্য। তিনি আরও বলেন, আমি এসেছি কৃষকদের সাথে কথা বলার জন্য। কিভাবে তাদের সমস্যা সমাধান করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ মবিন খান উজ্জ¦ল’র বাড়ী সংলগ্ন মাঠে কৃষকের মাঝে (রিপার) ধান কাটার সরঞ্জাম বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ঐ ইউনিয়নের প্রায় শতাধিক কৃষকদের মাঝে বরবটি, ঢেঁড়শ, ডাঁটাসহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করেন।
পরে বেলাই বিলের সংযোগস্থল কাউলিতা বিলে মৃত মুকুল মাস্টারের জমির ধান কেটে মুকুল মাষ্টারের পরিবারের নিকট হস্তান্তর করেন স্থানীয় কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির এস এ সিদ্দিকী, আতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান, উপজেলা আ’লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল প্রমুখ।