ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা রাখালগাছি ইউনিয়নের ৫৬ লক্ষ ৬৬ হাজার ৮৪০ টাকা ব্যয়ে মান্দারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি। মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে এ ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এ প্রজন্মের উদ্দেশ্যে এমপি আনার বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন’।সেই সাথে করোনাভাইরাস সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,স্কুলের প্রদান শিক্ষক সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।