ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কর্মহীন, দরিদ্র অসহায়, দিনমজুর শ্রমজীবি মানুষের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
তিনি সোমবার সন্ধ্যায় উপজেলার ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের সামনে অপেক্ষমাণ মানুষদের নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে ১৩৪ জন হতদরিদ্র মানুষকে দিয়েছেন খাদ্য সামগ্রী প্যাকেট। তার দেওয়া প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাউল, ১ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ টি সাবান।
ত্রাণ বিতরণ কালে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্র শ্রমজীবি মানুষের খাদ্য নিরাপত্তার পরিধি সম্প্রসারণ করেছেন। আওয়ামীলীগের সরকার দেশের একজন মানুষকে খাদ্য কষ্টে থাকতে দেবেনা। কালীগঞ্জ এলাকার কোন মানুষ একবেলাও না খেয়ে থাকবে না। সরকার জনগণকে সঙ্গে নিয়ে করোনা সংকট মোকাবেলা করছে। এজন্য আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোয়ারিন্টেন পালন করলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দেয়া যাবে। এজন্য জনগনকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগিতা করতে হবে।
ত্রাণ বিতরণ কালে, যুবলীগ নেতা উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলার ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, উপজেলা সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, বাবু ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সহ সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।