সরাইলে এই প্রথম এক গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই গৃহবধুর বয়স ২৬ বছর। তার বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, স্বামী ও দুই সন্তান সহ পরিবারটির বসবাস ছিল নারায়ণগঞ্জে। সেখানে করোনা আক্রান্তের পরিমাণ বেশী দেখে তারা গত ১৭ এপ্রিল রাতের বেলা তেরকান্দা গ্রামের বাড়িতে এসে পড়েন। মূলত: তিনি নারায়ণগঞ্জ অবস্থান কালেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পরিবার সহ কাউকেই বিষয়টি বলেননি। নারায়ণগঞ্জ থেকে রাতের বেলায় গ্রামে প্রবেশ করায় অনেকের সন্দেহ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আলোচনা সমালোচনা শুরূ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি জেনে ওই মহিলার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় পাঠান। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে ওই গৃহবধুর শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ সনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরূ হয়েছে প্রায় দেড় মাস আগে। এতদিন পর্যন্ত সরাইলে ছিল না কোন করোনায় আক্রান্ত রোগী। তাই হঠাৎ করে করোনা রোগী সনাক্ত হওয়ার কথা শুনে নড়ে ওঠেছে গোটা সরাইল। সেইসাথে চারিদিকে লোকজন আতঙ্ক গ্রস্তও হয়ে পড়েছে। ওই মহিলা তার স্বামী, দুই বাচ্চার সাথে মিশে সংসার করেছেন দেদারছে। এরপর নারায়ণগঞ্জ থেকে তেরকান্দা গ্রামে স্বামীর বাড়িতে ঘুরে বেড়িয়েছেন। অন্য বাড়ির মহিলাদের সাথেও মিশে থাকতে পারেন। সমগ্র তেরকান্দা গ্রাম জুড়ে এখন বিরাজ করছে অজানা আতঙ্ক। গ্রামের সকল নারী পুরূষ এখন স্তদ্ধ হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ পর্যন্ত পর্যায়ক্রমে সরাইল থেকে ২২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৯ জনের ফলাফল হাতে পেয়েছেন। এরমধ্যে ওই গৃহবধুরই করোনা ভাইরাস পজিটিভ। বাকি ৮ জনের নেগেটিভ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা তেরকান্দা গ্রামের করোনার রোগী সনাক্ত হওয়ার বিষয়টি হাসপাতাল সূত্রে নিশ্চিত হয়েছি। তাকে জেলা সদরের আইসোলেশনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ওই পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে। প্রয়োজনে শুধু ওই বাড়ি নয়, আশপাশের বাড়িও লকডাউন করে দেয়ার প্রস্তুতি চলছে।