সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকসহ নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার এ নিয়ে সিরাজদিখান উপজেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে করোনা আক্রান্ত উপজেলা অ্যাম্বুলেন্স চালকের বয়স ৪৫ বছর। বেশ কয়েক দিন ধরেই শারিরিক অসুস্থ্যতা অনুভব করছিলেন তিনি। ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে পজেটিভ রিপোর্ট আসে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার আকবর নগর ও ইছাপুরা গ্রামে দ্ইু নারী এবং কুচিয়ামোড়া এলাকার একজন পুরুষ নতুন করে করোনা সনাক্ত হয়েছে।