করোনায় প্রভাবে মানুষের স্বাভাবিক চলাফেরায় নিষেধাক্কা জারি করেছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারিরা। সরকার জারুরী কিছু দোকান ছাড়া সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে কঠোর নির্দেশনা প্রদান করে।
জনগন তার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করতে অনেক সময় বিড়ম্বনায় পড়ছে। হাট-বাজার বসতেও নিষেধাক্কা জারি হয়।
এই অবস্থায় সব কিছু স্থবির হয়ে পড়ে। সরকার জনগনের সব সুবিধা-অসুবিধা বুঝতে পেরে পুনরায় ফাঁকা বড় জায়গাতে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসার অনুমতি দেয়। এরই ধারাবাহিকাত গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয় মাঠে এই হাট বসে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার গত ১২ এপ্রিল জুরুরি মিটিং করে উপজেলার বিভিন্ন হাট কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে করা যায় তা আলোচনা করে।
লোকসমাগম কমানোর জন্য আপন আপন এলাকায় পূর্ব নির্ধারিত দিন বাদ দিয়ে ভিন্ন দিন হাট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর এজন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের হাট গুলো দেখার তদারকির দায়িত্ব দেওয়া হয়।
রাজাবাড়ীহাট বসসে প্রতি শনিবার ও মংগল বার যা পূর্বে ছিল সোম ও শুক্রবার।
লোক সমাগম কিছুটা কমানোর জন্য প্রশাসনের নির্দেশনায় এরূপ ব্যবস্থা। বাজার চলছে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
রাজাবাড়ী হাট তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার বলেন, সরকারি নির্দশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে হাটটি বসেছে। লোকজনের সমাগম ছিলো কিছুটা কম। প্রথমদিন সামাজিক দূরত্ব বজায় রাখতে ভূল ত্রুটি হলেও তা সঠিক ভাবে মেনে চলতে নির্দেশনা প্রদান করেছি। আশা করা যায় এরপর হতে সব কিছু নিয়মমাফিক চলবে।