কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) এ ঘটনায় নিকলী থানায় তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা মামলা করেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে।
ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জে নিকলী উপজেলায়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন নিকলী গুরুই ইউনিয়নের উত্তরপাড়া গ্রমের মোঃ সালামিন (১৮), একই গ্রামের পনু মিয়া (১৮) ও গুরুই পালপাড়ার মোঃ রাকিব (১৯)। তারা পেশায় কৃষি শ্রমিক।
মামলার এজাহারে বাদী লিখেছেন, নিকলী উপজেলার গত শুক্রবার (১৭এপ্রিল) রাতে তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল, মা-বাবা ছিল পাশের ঘরে। রাত প্রায় ১১টার দিকে আসামিরা কিশোরীর ঘরের বেড়াকেটে ঘরে প্রবেশ করে। প্রথমে আসামিরা ঘরের দরজা খুলে ওই কিশোরীকে মুখে চাপা দিয়ে পাজাকুলে করে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে কিশোরীকে পালাক্রমে তিনজনই ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে বাবা-মা ও এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি তার মা-বাবা সোমবারে বিকেলে এসে নিকলী থানা পুলিশকে জানান।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনা শুনার পর তিনি নিজেসহ সঙ্গীয় অফিসারদের নিয়ে তাৎক্ষণিক গুরুই ইউনিয়নের হাওরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন স্থান থেকে তিনজনকেই গ্রেপ্তার করেছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
ওই কিশোরীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে মঙ্গলবার আদালত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেপ্তারকৃত তিনজনকেই মঙ্গলবার আদালতে পাঠানো হবে।