রাজশাহীর মোহনপুরে মাদক ব্যবসায়ীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী ফিরোজ হাসানের মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক সাজ্জাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার মোহনপুর উপজেলার দর্শনপাড়া গ্রামের মৃত লতিফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী ফিরোজ হাসান (২৫) তার বাড়িতে অপর দুই মাদকসেবী হরিদাগাছি গ্রামের মুত খেতু দফাদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও ধামিন নওগাঁ গ্রামের আজাহার আলী (৩৬) আসে। তাদেরকে বাড়িতে মাদক ব্যবসায়ী ফিরোজ হাসান মাদকসেবী আশরাফুল ইসলামের মোটরসাইকেল নিয়ে ইয়াবা নিতে যান শ্যামপুর এলকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনের কাছে। মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনের কাছ থেকে ১৭ পিচ ইয়াবা নিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে ফুলশো উচ্চবিদ্যালয়ের কাছে একটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে ভ্যানগাড়ীটির সামনের অংশ সম্পূন্ন ভেঙ্গে যায়। গুরুতর আহত হন ভ্যানচালক সাজ্জাদ হোসেন (৩৫)। ওই সময় মাদক ব্যবসায়ী ফিরোজ হাসানকে আটক করে স্থানীয়রা। ভ্যানচালক সাজ্জাদ হোসেন প্রথমে মোহনপুর উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল জদ্ব এবং ইয়াবাসহ ফিরোজ হাসানকে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেলটি ছিল মাদকসেবী আশরাফুল ইসলামের। আহত ভ্যানচাল সাজ্জাদ হোসেন উপজেলার সিংহমারা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। ফুলশো উচ্চবিদ্যালয় মাঠে পুলিশের উপস্থিতে শত শত মানুষের সামনে মাদক ব্যবসায়ী ফিরোজ হাসান জানান, সোমবার মাদকসেবী আজাহার আলী ও আশরাফুল ইসলাম তার বাড়িতে আসে। আশরাফুল ইসলাম তার মোটরসাইকেল দিয়ে শ্যামপুরে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনের কাছে ইয়াবা নিতে পাঠান। ইয়াবা নিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার পুলিশ বাদি হয়ে মাদক ব্যবসায়ী ফিরোজ হাসান, নাজমুল ইসলাম, মাদকসেবী আজাহার আলী ও আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছে। চারজনের আসামির মধ্যে ফিরোজ হাসান গ্রেপ্তার হয়েছে। অন্য তিনজন আসামি পলাতক রয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, চারজন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।