কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরাচরর হিলচিয়া রোডে মৃত আমির হোসেনের ছেলে ইছাক মিয়া (৪৫) গত শনিবার আহম্মদ আলীর লোকজনের হামলায় নিহত হন। নিহত ইছাক মিয়ার গ্রামের বাড়ী নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নে সিঙ্গারহাটি গ্রামে। এই ঘটনার পর গত শনিবার বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এই ব্যাপারে আহম্মদ আলীকে প্রধান আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মঙ্গলবার। অন্য দিকে নিহত ইছাক মিয়ার বংশধরেরা আহম্মদ আলীর লোকজনের বাড়ি ঘর ভাংচুর লুটপাঠ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা হবে বলে ধারণা করছে এলাকাবাসী। প্রত্যেক্ষদর্শীরা জানান, একটি খলার মধ্যে নিহত ইছাক মিয়ার ৮০ মন ধান ছিল। সেটিও আহম্মদ আলীর লোকজন জোড় করে নিয়ে গেছে। রোববার নিকলী থানার পুলিশ মোতায়েন রয়েছে। নিকলী থানার ওসি মোঃ শামসুল ইসলাম কে এই খুন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই খুনটি হয়েছে বাজিতপুর থানায়। এটা আমার দেখার বিষয় নয়। আমি বর্তমানে করোনা প্রতিরোধ নিয়ে কাজ করতে গিয়ে ক্লান্তি এসেছে। তিনি বলেন, বাদী পক্ষের লোকজন মামলা দিতে আসলে অবশ্যই মামলা নিবেন বলে উল্লেখ করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, তার কাছে মামলা দিতে কেউ আসেনি।