জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যাক্তি পটুয়াখালী ২৫০ শয্যা মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ওই ব্যাক্তি মারা যান। মারা যাওয়া ব্যাক্তির বয়স ৬৫ বছর। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে। মারা যাওয়া ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পটুয়াখালী ২৫০ শঙ্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (পরিচালক) মোহাম্মদ আবদুল মতিন সত্যতা স্বীকার করে বলেন, ওই ব্যাক্তি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। সোমবার জ্বর হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিবারের লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্র্তি করার পর ওয়ার্ডে নেওয়ার পথেই তিনি মারা যান। তিনি বলেন, যেহেতু ওই ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে এসেছিলেন, তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মারা যাওয়া ব্যাক্তির বাড়ি ও আশপাশ এলাকা বিশেষ ভাবে অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে। কভিড-১৯ প্রটোকল অনুয়াযী মৃত ব্যাক্তিকে দাফন করা হবে। নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সংক্রমন হয়েছিল কিনা তা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।