ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের পাহাড়িয়াকান্দি গ্রামে তিনটি ওয়ার্ডে মাহে রমজান উপলক্ষে ইফতারের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার পাহাড়িয়াকান্দি বড়বাড়ির উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মামাতো ভাই পাঁচ বারের চেয়ারম্যান মরহুম গণি তালুকদারের ছেলে আনোয়ার হোসেন পিন্টু তালুকদার জানান- মরণব্যাধি করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারন করেছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এবং বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা, জননেতা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অবঃ) এমপির দিক নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। তিনি সর্বদাই প্রত্যেক ওয়ার্ডে থেকে ওয়ার্ড পর্যন্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আমার সামর্থ্য অনুযায়ী কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছি। সমাজের বিত্তবানদের আহ্বান করব তারা যেন এই মহামারীতে হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ায়। এ সময় ৬০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।