জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তিনি জামালপুরের সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা এমপির নির্দ্দেশে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। ওই অভিযানে ইসলামপুরের গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে ১৯ হাজার ৪০০ কেজি অথাৎ ১৯মেট্রিকটন ৪০০ কেজি যা ৫০ কেজি ওজনের ৩৮৮বস্তা সরকারি খাদ্যবান্ধব চাল উদ্ধার করেছন।
গত ২০এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান অভিযান চালিয়ে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার গিলাবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে মোয়াজ্জেম ও বাকু শেখের পুত্র মোশারফের গুদাম থেকে ৯ হাজার ২শ ৫০কেজি এবং বাবু মিয়ার পুত্র নন্দু শেখের গুদাম থেকে ৪ হাজার ৯শ ৫০ কেজি ও বেলগাছা ইউনিয়নের আহালু শেখের পুত্র শাহ আলীর গুদাম থেকে ৫ হাজার ২শ কেজি সর্বমোট ১৯ হাজার ৪০০ কেজি অথাৎ ১৯মেট্রিকটন ৪০০ কেজি যা ৫০ কেজি ওজনের ৩৮৮বস্তা সরকারি খাদ্যবান্ধব চাল উদ্ধার করেছন।এ সময় কাউকে আটক করা যায়নি।
জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেন, “আমি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুঠাইল বাজারে আরও সরকারি চাল রয়েছে। বিষয়টি জেনে রোববার গভীর রাতে ইউএনও কে সাথে নিয়ে ওইসব গুদাম চেক করে চালগুলো জব্দ করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান,ওসি (তদন্ত) আনসার উদ্দিন এসময় উপস্থিত ছিলেন । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।