জামালপুরের বকশীগঞ্জে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর কর্তৃক সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই ও মারধরের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন মেয়রের ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের জনৈক মজনু খান। মজনু খান তার ফেসবুকে কমেন্টে লিখেন, ‘সাংবাদিক সাবধান মেয়রের কথা বললে মাথা থাকবে না।’জানা যায়, ১৮ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার নঈমমিয়ার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কথিত ধাওয়ায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর গ্রামের সিরাজুল ইসলাম নামে জনৈক কৃষক গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় প্রশাসন তাকে হাসপাতালে আনেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ বকশীগঞ্জ হাসপাতালে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। ওই সময় বিক্ষোভরত জনগণের ছবি তুলতে গেলে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর অজ্ঞাত কারণে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেন এবং সাংবাদিককে প্রকাশে মারপিট করেন। এ বিষয়ে দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, দৈনিক কারের কন্ঠ ও জনদ্বীপ ডট কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ১৮ এপ্রিল জনদ্বীপ ডট কম এ প্রকাশিত সংবাদটি শেয়ার করেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালাম মাহমুদ। গত ১৯ এপ্রিল রোববার সালাম মাহমুদের শেয়ার করা সেই পোস্টে বকশীগঞ্জ পৌরসভার মেয়রের ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত মজনু খান ‘সাংবাদিক সাবধান মেয়রের কথা বললে মাথা থাকবে না’ লিখে কমেন্ট করেন। পরবর্তীতে অনেকে তার এই মন্তব্যের স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে দিলে এ নিয়ে আলোচনার ঝড় উঠে। ফেইসবুক পোস্টে সরাসরি সাংবাদিকদের নিয়ে এ ধরনের মন্তব্যকে সাংবাদিকের প্রতি হুমকি হিসেবে অভিহিত করছেন জামালপুরের স্থানীয় সাংবাদিকরা। এ বিষয়ে জানতে চাইলে মেয়রের বডিগার্ড হিসেবে পরিচিত মজনু খান জানান, ‘আমি মেয়রের সঙ্গে থাকি, তবে আমি তার বডিগার্ড নই। স্থানীয় সাংবাদিক সালাম মাহমুদ আমার বোন জামাই। আমি মজা করে তার পোস্টে ওই মন্তব্য করেছিলাম। আমি আসলে সেভাবে ভাবিনি। পরে সবাই এটা নিয়ে কথা বললে আমি আমার মন্তব্যটি সরিয়ে নিয়েছি।’ সাংবাদিক সালাম মাহমুদ জানান, ‘মজনু খান আমার এলাকায় বিয়ে করেছেন। তিনি আমার তেমন কোনো আত্মীয় না। তিনি সরাসরি সাংবাদিকদের হুমকি দিয়েছেন।’
বকশীগঞ্জে পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, ‘আমার কোনো বডিগার্ড নেই। জনগণই আমার বডিগার্ড। ফেইসবুকে কে কী মন্তব্য করেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। স্থানীয় সাংবাদিকরা নিজেদের বিরোধের কারণে ফেইসবুকে একেকজন একেক কথা লিখছেন।