সীমান্তে ছাগল/ভেড়া ধরাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসির মধ্যে সংঘর্ষ। বিজিবির এফএসের লাঠির আঘাতে নুসরাত জাহান (৪) নামের এক শিশু আহত হয়। আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে ঘটনাটি ঘটেছে ।
সরেজমিনে আলগারচর গ্রামে গিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ আলগার চর গ্রামের কিছু ভেড়া/ছাগল ১০৭০-৭১ পিলারের মাঝামাঝি দিয়ে নোম্যান্সল্যান্ডে এ ঘাস খাইতে যায়। এ সময় টহলরত বিজিবির এফএস আল আমিন ও জসিম আহমেদ গ্রামের কয়েকজন লোকের মাধ্যমে ছাগল/ভেড়াগুলো ধরে আনতে নির্দেশ দেয় এবং তারা ভেড়া/ছাগলগুলো ধরে আনে। ছাগলের মালিকরা ছাগল ফেরত চাইতে গেলে এফএস সদস্য উৎকোচ দাবী করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডতার সৃষ্টি হয় বলে অভিযোগে জানা যায়। বিষয়টি ক্যাম্পে সংবাদ দিলে বালিয়ামারী ও খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা দক্ষিণ আলগার রবিউলের বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালায়। এ সময় ৪ বছরের শিশু নুসরাত জাহানের মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্বজনরা রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সেলিম আহমেদ বলেন, শিশুটির মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ফেটে গেছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, বিজিবি ও গ্রামবাসীর মধ্যে ভুলবুঝাবুঝির এক পর্যায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আমি ঘটনাস্থলে গিয়ে সিও’র সাথে কথা বলে উভয়কে শান্ত করি এবং নতুন করে কোন সমস্যার সৃষ্টি না হয় এ জন্য তাৎক্ষণিক মিমাংসা করে দেই।
৩৫ জামালপুর ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ সাংবাদিকদের বলেন, ভেড়া/ছাগল আটককে কেন্দ্র করে গ্রামবাসিরা বিজিবির উপর চড়াও হয়। এতে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে আমি দ্রুত বিষয়টি যাদুরচর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তি করে দেই। আপাতত পরিস্থিতি শান্ত। এছাড়াও সীমান্ত এলাকার গরু, ছাগল ও ভেড়া নোম্যান্সল্যান্ডে এ গেলে ভারতীয় বিএসএফ আমাদেরকে অভিযোগ দেয়। তাই সীমান্ত বাসিকে ভারতে গরু, ছাগল না দেওয়ার জন্য অনুরোধ করি।