পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের ২য় বারেরমত নির্বাচিত চেয়ারম্যান মো: আবু জাহেদ কর্তৃক নিজস্ব অর্থায়নে চলমান করোনা যুদ্ধে পরিষদের সদস্য এবং গ্রাম পুলিশদের পিপিই বিতরণ করেছেন। সোমবার সকালে পরিষদ মাঠে ওই ইউনিয়নের নির্বাচিত ৯ ইউ’পি সদস্য, ৮ গ্রাম পুলিশ, ইউ’পি সচিব কে তিনি ব্যক্তিগত তহবিল হতে ক্রয়কৃত পিপিই বিতরণ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান আবু জাহেদ বলেন, কোভিট-১৯ প্রতিরোধে চলমান গৃহিত কর্মসূচীতে পরিষদের সদস্য এবং গ্রাম পুলিশদের ভুমিকা প্রশংসণীয়। তাই তাদের সুরক্ষার কথা ভেবে পিপিই বিতরণ করেন।