ঝিনাইদহ সদর উপজেলার ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি মসিউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বি এন পির আহবায়ক এস এম মশিউর রহমান।
এছাড়ও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসরাফ হোসেন , সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজসহ সহ ইউনয়ন বিএনপির সকল অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ।