বকেয়া বেতনের দাবিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে গড়ে ওঠা সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার সকাল থেকে কয়েক ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর স্থানীয় র্যাব ক্যাম্পের সদস্যদের অনুরোধে শ্রমিকরা বেলা এগারটার দিকে রাস্তা থেকে সরে যায়। করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া এসব শ্রমিক গত দুই থেকে তিন মাসের বকেয়া বেতনসহ কোম্পানীর নিকট তাদের সঞ্চিত পাওনা দাবি করে এ বিক্ষোভ করে।
মহিদুল ইসলাম, গোলাম হোসেন ও মনোয়ারাসহ কয়েক শ্রমিক অভিযোগ করেন গত তিন মাস যাবত তাদের বেতন দেয়া হচ্ছে না। আবার কারও কারও বেতন দুই মাস বাকি রয়েছে জানিয়ে এসব শ্রমিক বলেন, করোনার কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না। এমতাবস্থায় কোম্পানীর কাছে পাওনা নায্য বকেয়া দাবি করলেও কোম্পানীর তত্ত্ববধায়ক সগীর হোসেন পাভেল ভ্রুক্ষেপ করছেন না।
এসব শ্রমিকরা জানায় সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপুর্ন সদস্য সাকিব আল হাসানের মালিকানাধীন বলে তারা জেনে এসেছেন। সাকিবের পক্ষে তার বন্ধু সগীর শুরু থেকে প্রতিষ্ঠান গড়ে তোলা থেকে পরিচালনার সব কাজ দেখাশুনা করে আসছেন। এতদিন পর্যন্ত বেতন ভাতা নিয়ে কোন সমস্যা দেখা না দিলেও গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ভাতা দেয়া নিয়ে টাল বাহানা করছে বলেও তাদের দাবি। ক্ষুব্ধ এসব শ্রমিকরা জানায় সকাল থেকে বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভ করা সত্ত্বেও তত্ত্বাবধায় সগীর হোসেন পাভেল তাদের সাথে কোন কথা পর্যন্ত বলেননি।
এদিকে স্থানীয় এক কাঁকড়া ব্যবসায়ী জানান তিনি প্রতিষ্ঠানটিতে কাঁচামাল হিসেবে সুন্দরবন থেকে শিকারকৃত এবং নার্সিং পয়েন্টের কাঁকড়া সরবরাহ করতেন। গত কয়েক মাস যাবত তত্ত্বাবধায়ক পাভেল তার কয়েক লাখ টাকা আটকে রেখেছেন।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান শুরু থেকে সাকিব আল হাসানের নামে প্রতিষ্ঠানটি চালিয়ে আসছে তারই বন্ধ পাভেল। সম্প্রতি সাকিব তার পিতাকে নিয়ে একবার কাঁকড়ার এ বিশাল এ প্রজেক্ট ঘুরতে এলে স্থানীয়রা নিশ্চিত হয় প্রতিষ্ঠানটি তার। তিনি আরও জানান কাঁকড়া ব্যবসায়ীসহ প্রায় দুইশ শ্রমিক কোম্পানীর কাছে তাদের বকেয়া টাকা দাবি করে সোমবার সকালে বিক্ষোভ করে।
তবে এ বিষয়ে কথা বলার জন্য সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেলে মুটোফোনে বার বার চেষ্টা করা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি।