সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ শাবককে বনকর্মীরা আটক করে আবারও সুন্দরবনে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ’র কোবাদক ষ্টেশন এলাকায়।
আবুজার ও আব্দুল আজিজসহ স্থানীয়রা জানায় রাতে নদীতে ভাটা চলার সময়ে কম পানি থাকার সুযোগে হয়ত হরিণ শাবকটি লোকালয়ে চলে আসে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সোমবার সকালে কোবাদক ষ্টেশন সংলগ্ন লোকালয়ে একটি হরিণের শাবককে ঘুরতে দেখে স্থানীয়রা বনবিভাগ অফিসে খবর দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় মাবকটিকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় বনে পাঠানো হয়েছে।