ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত একজনের সন্ধান পাওয়া গেছে। তিনি উজানচর ইউনিয়নের ২ নংওয়ার্ডের রহম আলীর ছেলে মাওলানা সাইফুল ইসলাম মোনাফ (৫৫)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-মামুন বলেন, করোনা আক্রান্ত রোগীর ছেলে আলামিন (১৮) নারায়ণগঞ্জ থেকে কয়েক দিন আগে গ্রামের বাড়িতে আসেন। তারই সংস্পশের্ তার দেহে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়, রোববার এদের রিপোর্ট পাওয়া গেছে। এতে রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। রোগীকে বাঞ্ছারামপুর উপজেলার সরকারি কলেজে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফলে তার পুরো বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে এবং উজানচর বাজারে ভাই ভাই ফার্মেসীর মালিক ডাক্তার জয়নাল আবেদিন এর কাছ থেকে চিকিৎসা নেয়ার কারণে সেই ফার্মেসী ও তার বাড়ি এবং মোন্নাফ মিয়ার বাড়ীতে আসায় কৃষ্ণনগর গ্রামের আবদুল মতিন, আবদুর রহমান, উজানচরের মজনু মিয়ার বাড়ি সহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার উজানচর উপস্থিত হয়ে কয়েক বাড়ি লকডাউন ঘোষনা করেন এবং বাকি সদস্যদের ও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
এ সময় বাঞ্ছারামপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো.সালাহ্উদ্দিন চৌধুরী উজানচর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাদিদ আল -রহমান জনি উপস্থিত ছিলেন।