ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নেই গত ৩ বৎসর থেকে। ফলে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার প্রায় ২০ হাজার হত দরিদ্র, নিম্ন আয়ের মানুষ গুলো বিপাকে পড়েছে। বিশ্বে করোনা ভাইরাসের আতংকে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের মানুষ ঘরবন্দি হয়ে জীবন-যাপন করছে। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গুলো কাজ-কর্ম, চাকুরী,ব্যবসা-বানিজ্য গুটিয়ে নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছে। কিন্ত ু পেটের তাগিদে ছুটতে হয় নিত্যপণ্যের খোজেঁ। বাজারে নিত্যপণ্য আকাশচম্বী মূল্য থাকায় কেনা হয়না, অনেকের সাধ্যমত প্রয়োজনীয় পণ্য সামগ্রী। নিম্ন আয়ের মানুষগুলো স্বল্পমূল্যে বাজার করার জন্য ছুটে চলে বাজারের একপ্রাপ্ত থেকে অন্য প্রান্তে। খোজেঁ ন্যায্যমূল্যের দোকান। বিশেষ করে মাহে রমজানের সময় খেটে খাওয়া মানুষ গুলো টিসিবি’র দোকানে ভীড় জমাত। রাজিবপুর বাজারের কুলি সরদার চোকিদার জানান,টিসিবি থেকে ১ বার জিনিসপত্র কিনলে সাড়া রমজান চলত। এখন বেশি দামে দোকান থেকে কিনতে হয়। বালিয়ামারী ব্যাপারী পাড়ার জেলে নুর ইসলাম বলেন,আমরা মাছ বেচি খাই। এর আগে ডিলারের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসি কিনতাম। এখন ডিরার না থাকায় আমারমত নিম্ন আয়ের মানুষগো অসুবিধা হয়ে গেছে। জানাগেছে,গত ৩ বছর পূর্বে রাজিবপুরে ১টি টিসিবি ডিলার ছিল। ডিলার মালিক কামরুল আলম বাদল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তখন থেকে ডিলারশীপ বন্ধ রয়েছে। ফলে গত ৩ বছর থেকে চর রাজিবপুর উপজেলার নিম্ন আয়ের মানুষগুলো বঞ্চিত হয়ে আসছে। এব্যাপারে সাবেক ডিলার ও রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান,আমার ডিরার শীপ বাতিল হওয়ার পর নাছিমা এন্টারপ্রাইজ প্রযত্বে এমদাদুল হক ও স্মুতি এন্টারপ্রাইজ প্রযতেœ রফিকুল ইসলাম নামের ২টি ডিলারের আবেদন ঢাকা টিসিবি থেকে মঞ্জুর হলেও কুড়িগ্রাম টিসিবিতে আটকা পড়ে আছে। বার বার যোগাযোগ করেও টিসিবি’র ডিরাশীপ আটকে আছে বলে আবেদন কারীরা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মেহেদী হাসান জানান,২টি আবেদন করেছে শুনেছি। এখনও অনুমোদিত হয়ে আসেনি।